যশোর জেলা প্রতিনিধি
মেধাবী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, অভয়নগর পৌর শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক মহিবুল্লাহ হুসাইন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল মাল সম্পাদক আবু জাফর । বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অভয়নগর পৌর শাখার সভাপতি মোঃ সাকিব হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে পরিচালনা করেন মোঃ হাসিবুর রহমান, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, অভয়নগর পৌর নয় নম্বর ওয়ার্ড শাখা।
এ সময় বক্তারা বলেন, “শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক ভিত্তি গড়ে তুলতে ইসলামের শিক্ষার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন তাদের মাঝে ইসলামের প্রতি অনুরাগ সৃষ্টি করবে, মনোনিবেশ বাড়াবে এবং পারস্পরিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করবে।”
ইফতার পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.