আশরাফুল আলম
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
৬ দফা দাবি নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সঙ্গে সাক্ষাৎ করে তারা এসব দাবি উপস্থাপন করেন।
ছাত্রদলের উত্থাপিত দাবিগুলো হলো- বিদ্রোহী ও শিউলীমালা হলের স্থায়ী নামফলক স্থাপন। এবং হলের সামনে খেলার মাঠের ব্যবস্থা করাও তাদের অন্যতম দাবি। একই সাথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জিরো পয়েন্টে অবস্থিত ফুটওভার ব্রিজে বিশ্ববিদ্যালয়ের নাম স্থায়ীভাবে সংযুক্ত করা।
তাছাড়া আরও রয়েছে- ভর্তি পরীক্ষার সময় অস্থায়ী মেডিকেল ক্যাম্প ও দিকনির্দেশক ব্যানার স্থাপন, বিশ্ববিদ্যালয়ের মাঠ, পার্ক ও বিভিন্ন স্কয়ারে বিদ্যমান নামফলক বসানো এবং বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা।
উপাচার্যের সঙ্গে দেখা করে এসব দাবি বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.