বিপ্লব সরকার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের বল্লা গড়বাড়ি গ্রামের এক তরুণী সনজিতা সাহা (২০) নিখোঁজ রয়েছেন। মানসিক ভারসাম্যহীন এই তরুণী গত ১৬ মার্চ (রবিবার) বিকেল থেকে নিখোঁজ, পরিবারের সদস্যরা তার খোঁজে হন্যে হয়ে ঘুরছেন।
মাইকিং ও তল্লাশি অভিযান!
নিখোঁজ হওয়ার পরপরই তার সন্ধানে কালিহাতী উপজেলার চারান, আউলিয়াবাগ, কালিহাতী বাসস্ট্যান্ড, বাগুটিয়া, বাংড়া, শোলাকুরা, এলেঙ্গা বাসস্ট্যান্ড, বল্লা রোড, ভবানীপুর, ইছাপুরসহ বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।
একদিনের জন্য আশ্রয়, তারপর ফের নিখোঁজ!
সংবাদ সূত্রে জানা গেছে, পারর্কী গড়পাড়া এলাকায় এক ইউপি সদস্য (মেম্বার) মেয়েটিকে পেয়ে নিজের বাড়িতে আশ্রয় দেন। সেখানে একদিন রাখার পর মেয়েটির পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হয়। সে তার নিজের নাম ও বাবার নাম বলতে পারলেও ঠিকানা বলতে পারেনি। পরে যোগাযোগের কোনো উপায় না থাকায় একসময় সে স্থান ত্যাগ করে আবার নিখোঁজ হয়ে যায়।
পরিবারের আহাজারি, এলাকাবাসীর সহযোগিতা কামনা
সনজিতার বাবা-মা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। মেয়ের সন্ধানে এলাকাবাসীও ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে। তার বাবার কান্না আর আকুতি এলাকার বাতাস ভারী করে তুলেছে।
সনজিতার সন্ধান পেলে যোগাযোগ করুন:
বিশ্বনাথ সাহা
০১৭১৫-৩০৪৩৩৬
পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে। কেউ যদি মেয়েটির সন্ধান পান, অনুগ্রহ করে দ্রুত পরিবারের সাথে যোগাযোগ করুন। একটি ছোট তথ্য হয়তো ফিরিয়ে দিতে পারে এক অসহায় বাবার ভালোবাসার মেয়েকে।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.