বিপ্লব সরকার
টাঙ্গাইল জেলা প্রতিনিধি (কালিহাতী)
কালিহাতী উপজেলায় সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল ইসলামের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থা, কালিহাতী ইউনিটের নেতৃবৃন্দের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ, ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময়কালে নবাগত ইউএনও মো. খায়রুল ইসলাম কালিহাতীর সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা, কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, সদস্য প্রভাত চন্দ্র দত্তসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।
নবাগত ইউএনও খায়রুল ইসলাম ৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালকিনিতে।
মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.