বিপ্লব সরকার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতী থানার নবাগত ওসি মোহাম্মদ জাকির হোসেন এর সাথে জাতীয় সাংবাদিক সংস্থা (জাসাস) কালিহাতী ইউনিটের মত বিনিময় অনুষ্ঠিত।
মঙ্গলবার (১৩ই মে) রাত ৮টায় কালিহাতী থানার ওসির কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কালিহাতী ইউনিটের সভাপতি সৈয়দ মহসীন হাবীব সবুজ, সাধারণ সম্পাদক বিপ্লব সরকার, মো. মাজেদুল ইসলাম, প্রভাত চন্দ্র দত্ত, বাবলু মিয়া প্রমুখ।
নবাগত ওসি মো. জাকির হোসেন বলেন, “এই থানায় কোন দালালদের তদারকিতে কাজ হবে না, সাধারণত দিনমজুর খেটে খাওয়া যারা আছেন সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের নিরলস সেবা দেওয়ার করার চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “আইন শৃঙ্খলা রক্ষার্থে সাংবাদিকদের সহযোগিতা কামনা করি।”
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.