সাহামিনা আক্তার দিতি
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের লক্ষ্যে শিক্ষার্থীরা লাগাতার আন্দোলন করতে থাকে। তারই প্রেক্ষিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সম্মুখে আন্দোলনকারীদের উপস্থিতিতে পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক কামরুল আহসান।
উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কমিটির জরুরি মিটিংয়ে পোষ্য কোটা সম্পূর্ণরূপে বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
তিনি আরও বলেন, কয়েকদিন ধরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন করে আসছিল। তাদের দাবির প্রেক্ষিতে আমরা আজ কর্মকর্তা, কর্মচারীদের নেতৃবৃন্দের সাথে আলোচনা করি। আলোচনায় তারা শিক্ষার্থীদের অভিভাবকের ভূমিকা নিয়ে পোষ্য কোটা বাতিলের মত দেয়।
এর আগে, মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) পোষ্য কোটা বহালের দাবিতে দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা-কর্মচারীরা। পোষ্য কোটা বহালের দাবিতে বুধবার (৫ ফেব্রুয়ারি) থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা দেয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।
পরবর্তীতে দুপুর ২টায় বটতলা থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল বের করে বিভিন্ন হল প্রদক্ষিণ করেন এবং পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। এক পর্যায়ে উপাচার্য সেখানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে পোষ্য কোটা ইস্যু সমাধানে ৪ ঘণ্টার সময় চান৷
উল্লেখ্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের জন্য পোষ্য কোটা বরাদ্দ থাকতো। এই কোটার মাধ্যমে ন্যূনতম নাম্বার পেয়েও বিশ্ববিদ্যালয়ে কর্মরতদের সন্তানরা ভর্তি হতে পারতেন।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.