ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। এছাড়াও সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন।
গত রবিবার বিকালে জেলা শহরের গোবিন্দনগর এলাকায় অবস্থিত ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহণ করেন তারা।
এর আগে ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা এস এম আতাউর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন, ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখচাষী সমবায় সমিতির নব-নির্বাচিত চেয়ারম্যান পৌর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, নব- নির্বাচিত সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ বিএনপি ও আখচাষী সমিতির নেতৃবৃন্দ। বক্তারা সকলের সমন্বয়ে আখচাষী ও সমবায় সমিতি উন্নয়ন ধারাবাহিকতা রাখার প্রতিশ্রুতি দেন।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.