মেডিকেল ডেস্ক
বাংলাদেশের অন্যতম সনামধন্য বেসরকারি মেডিকেল কলেজ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ১৭ অক্টোবর উৎসবমুখর ও জমকালো আয়োজনে পালিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের সম্মানিত সভাপতি ও ঢাকা ন্যাশনাল মেডিকেল হাসপাতালের চেয়ারম্যান অধ্যাপক ডা. হারুন আল রশিদ এবং ডা. মোস্তাক রহিম স্বপন।
সম্মানিত অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সেচ্ছাসেবক দলের সভাপতি ও কলেজের গভর্নিং বডির সদস্য জহির উদ্দিন তুহিন, গভর্নিং বডির সম্মানিত সদস্য অপর্ণা রায়, এবং কলেজের চেয়ারম্যান লুতফুর রহমান।
অতিথিদের সাদরে অভ্যর্থনা জানান ড্যাবের সভাপতি ডা. মঈনুল হক মিতুল ও ড্যাবের অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি ডিরেক্টর ডা. মঈন উদ্দিন রাশেদ ও ডা. রেজাউল হক রনি।
পায়রা উড়ানোর মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অধ্যাপক ডা. হারুন আল রশিদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
উদ্বোধনী পর্বে কলেজের প্রিন্সিপাল ডা. শামসুর রহমান, ভাইস প্রিন্সিপাল ডা. আফজাল হোসেন, ডা. শাহানশা বাপ্পীসহ অনেকেই কলেজের সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বক্তব্য রাখেন।
সারাদিনজুড়ে নানা আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিরা মেতে থাকেন। রকমারি খাবার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শিরোনামহীনসহ পরিচিত ব্যান্ডগুলোর সঙ্গীত পরিবেশনা সবাইকে মাতিয়ে তোলে। সব ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেয় আনন্দ উৎসবে, যা পুরো ক্যাম্পাসকে উৎসবমুখর করে তোলে।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.