খান আহমেদ ইফতেখার
মেডিকেল ডেস্ক, গাঙচিল নিউজ
তরুণ সম্ভাবনাময় লেখক হাসান মাহমুদ শুভ; পড়াশোনা করছেন চিকিৎসাবিজ্ঞানে। বর্তমানে তিনি গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে অধ্যয়নরত। পড়াশোনার পাশাপাশি লেখালেখির মাধ্যমে নিজের একটি শক্ত অবস্থান তৈরি করে নিয়েছেন। মেডিকেল এবং লেখক কমিউনিটির মধ্যে বেশ পরিচিতমুখ হাসান মাহমুদ শুভ। মাত্র চব্বিশ বছর বয়সে তার প্রায় তিন শতাধিক আর্টিকেল জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে।
কলাম, ফিচার, কবিতা থেকে শুরু করে ফটোগ্রাফি সবকিছুতেই তার ছোঁয়া। লেখালেখির পাশাপাশি বর্তমানে ‘নিউজ ভিশন’ নামক একটা অনলাইন নিউজ চ্যানেলের স্বাস্থ্য বিষয়ক উপ-সম্পাদক হিসেবে নিযুক্ত আছেন। মাত্র তেরো বছর বয়স থেকেই লেখালেখির হাতেখড়ি সম্ভাবনাময় এই তরুণের।
অসহায় মানুষদের নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠা করেন ‘জাগরণ ফাউন্ডেশন’ নামে একটি সেচ্ছাসেবী সংগঠন। চিকিৎসা বিজ্ঞানের মতো কঠিন জায়গায় থেকেও লেখালেখির মাধ্যমে হাজারো মেডিকেল শিক্ষার্থীও নবীন লেখকদের কাছে অনুপ্রেরণার নাম এই স্বপ্নবাজ তরুণ হাসান মাহমুদ শুভ।
তার লেখা মূলত জীবনবোধের গভীর প্রতিচ্ছবি, সমাজ ও রাষ্ট্রের অব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে এক নির্ভীক কলম যোদ্ধা। তার লেখালেখির জগৎ সম্পের্ক জানতে চাইলে তিনি বলেন, "লেখালেখি শুরুটা সখের জায়গায় থেকে। যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তখন থেকেই নিয়মিত পত্রিকা পড়া হতো সেখান থেকেই লেখালেখির প্রতি ঝোঁক তৈরি হয়। যখন বুঝতে শিখি তখন সমাজ ও রাষ্ট্রের প্রতি একটা দায়বদ্ধতার জায়গায় তৈরি হয়। এরপর একাডেমিক পড়াশোনার বাহিরে পুরোটা সময় লেখালেখিতে কাটাতাম। আমার কাছে মনে হয়, সমাজের অন্যায়-অনিয়ম ও জীবনকে পর্যবেক্ষণের অন্যতম মাধ্যমে লেখালেখি। লেখালেখি এক ধরনের সঞ্চয়, যা মানুষকে শান্ত করে। আর আমি যেহেতু মেডিকেল সাইন্স নিয়ে পড়াশোনা করছি, এজন্য লেখালেখি বিষয়টি আমার কাছে বেশ কষ্টসাধ্য। তারপর ও দেশের প্রতি দায়বদ্ধতা ও সখের জায়গায় থেকে লেখালেখিতে নিয়মিত হওয়া।"
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.