মো. রিফাত হোসেন
নিজস্ব সংবাদদাতা
যশোরের অভয়নগরে নওয়াপাড়া মডেল ডিগ্রী কলেজ রোভার স্কাউট গ্রুপের ৫ম বার্ষিক তাবুবাস ও দীক্ষানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল) হাইকিং এবং মঙ্গলবার (২২ এপ্রিল) নওয়াপাড়া মডেল কলেজ প্রাঙ্গণে রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাবুবাস, দীক্ষানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নওয়াপাড়া মডেল কলেজের অধ্যক্ষ জনাব মহিদুল ইসলাম খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার, অভয়নগর)।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “রোভার স্কাউটস হচ্ছে তরুণদের নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনের একটি অন্যতম পথ। বর্তমান প্রজন্ম যদি স্কাউট আন্দোলনের আদর্শে গড়ে উঠে, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ আরো আলোকিত হবে।”
সভাপতি মহিদুল ইসলাম খান বলেন, “রোভার স্কাউটস শুধু একটি সংগঠন নয়, এটি একটি জীবনদর্শন। একজন শিক্ষার্থীর মধ্যে দেশপ্রেম, দায়িত্ববোধ ও মানবতার চর্চা গড়তে রোভার স্কাউটস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।” তিনি কলেজে স্কাউট কার্যক্রমকে আরও বিস্তৃত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এস. এম. ইমদাদুল হক (RSL, নওয়াপাড়া মডেল কলেজ রোভার স্কাউটস গ্রুপ), ইমরান খান (RSL, যশোর জেলা মুক্ত রোভার স্কাউটস গ্রুপ), জিয়াউল ইসলাম (যশোর ক্যান্টনমেন্ট কলেজ), উপজেলা স্কাউটস অভয়নগরের সম্পাদক মারুফ মস্তফা এবং রাজ টেক্সটাইল বিদ্যালয়ের স্কাউট শিক্ষক ফারুক হোসেন।
সম্পূর্ণ গ্রুপ পরিচালনার দায়িত্ব পালন করেন রাকিবুল হাসান (SRM, যশোর জেলা মুক্ত রোভার স্কাউটস গ্রুপ)।
এ সময় কলেজের ৪৭ জন রোভার স্কাউট ও গার্ল-ইন-রোভার দীক্ষা গ্রহণ করেন। অনুষ্ঠানটি ছিল অনুপ্রেরণামূলক, উৎসবমুখর এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত পথে পরিচালিত করার এক অনন্য আয়োজন
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.