আশরাফুল আলম, বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাককানইবি)
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামী ১৪ মে (বুধবার) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় গবেষণা মেলা-২০২৫। বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের আয়োজনে এ মেলার আয়োজন করা হয়েছে। গবেষণার ধারাবাহিকতা বজায় রাখা এবং গুণগত মান উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে মেলায় অংশ নেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা সংগঠন।
বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম মেলার আনুষ্ঠানিক ঘোষণা দেন ১২ মে সোমবার, বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে।
গবেষণা মেলার উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ১৪ মে সকাল ১০টায়। উদ্বোধন করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ এইচ এম কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. তপন কুমার সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রের পরিচালক এবং মেলা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান।
মেলার অংশ হিসেবে ১৩ মে বিকেল ৩টায় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের ১০ তলায় অনুষ্ঠিত হবে একটি গুরুত্বপূর্ণ সেমিনার, যেখানে ‘Research Methodology’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. এ এইচ এম কামাল। এবারের আয়োজনের বিশেষ দিক হলো শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো আয়োজিত ‘Research Idea Competition’, যেখানে নির্বাচিত গবেষণা ধারণাগুলো প্রদর্শিত হবে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে।
এছাড়া গবেষণা মেলার অংশ হিসেবে আইকিউএসি-এর অর্থায়নে শিক্ষার্থীদের জন্য গবেষণায় সহায়ক বিভিন্ন সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। এতে প্রযুক্তিনির্ভর গবেষণায় শিক্ষার্থীদের দক্ষতা বাড়বে বলে আশা করা হচ্ছে। মেলাকে ঘিরে প্রকাশিত হতে যাচ্ছে একটি বিশেষ প্রকাশনা, যেখানে ২০১২-১৩ অর্থবছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত বরাদ্দ পাওয়া গবেষণা প্রকল্পগুলোর তালিকা তুলে ধরা হবে, যা বিশ্ববিদ্যালয়ের গবেষণাকর্মের সামগ্রিক চিত্র ফুটিয়ে তুলবে।
এ বিষয়ে উপাচার্য বলেন, তৃতীয় গবেষণা মেলা-২০২৫ বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও সুসংহত ও ফলপ্রসূ করে তুলবে।
শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আগ্রহী করতে এ ধরনের আয়োজন সময়োপযোগী এবং প্রশংসনীয়। বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে নতুন কার্যক্রমগুলোর সংযোজন গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত গবেষণা ও সম্প্রসারণ কেন্দ্রটি এ পর্যন্ত ৮৩৮টি প্রকল্পে প্রায় ৩৩ কোটি ৩৮ লাখ টাকা অর্থায়ন করেছে এবং এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা দেশ-বিদেশে বিভিন্ন গবেষণায় সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.