বিপ্লব সরকার
জেলা প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইল জেলার পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক কে অন্যত্র বদলি করা হলেও তিনি তাহার সেই কর্মস্থলেই অফিস করছেন।
পরিবেশ অধিদপ্তরের উপ সচিব মো. আব্দুল্লাহ আল মাসউদ স্বাক্ষরিত অফিস আদেশে এই কর্মকর্তাকে গত ৭ এপ্রিলের মধ্যে গাজীপুর জেলা পরিবেশ কার্যালয় যোগদান করতে বলা হয়। কিন্তু বৃহস্পতিবার (৮ই মে) এই রিপোর্ট লেখা পর্যন্ত টাঙ্গাইলেই অফিস করছেন এই কর্মকর্তা।
টাংগাইলবাসী কে তিনি ভাবিয়ে তুলেছেন তাহার এত খুটির জোর কোথা থেকে হল। ৭ই এপ্রিল বদলি করার পরও এখন পর্যন্ত তার পুরাতন কর্মস্থলে কিভাবে সে অফিস করে। গত ২৫ শে মার্চ পরিবেশ অধিদপ্তর অফিস আদেশে বলা হয় পরিবেশ অধিদপ্তরের নিম্ন বর্ণিত কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি করা হয়।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.