মো. রিফাত হোসেন
নিজস্ব প্রতিবেদক
যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া মোঃ আরাফাত হোসেন দেখিয়েছেন অসাধারণ এক সাফল্যের গল্প। পিতা মোঃ আকবার খান একজন আখের রস বিক্রেতা, আর মাতা রহিমা বেগম একজন গৃহিণী। এই সাধারণ পটভূমিতেই গড়ে উঠেছে এক সংগ্রামী শিক্ষার্থীর অবিচল মনোবল ও অধ্যবসায়ের অনন্য উদাহরণ।
আরাফাত ধোপাদী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। এরপর নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয় থেকে একইভাবে এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ অর্জন করেন।
২০২৪-২৫ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় মাত্র ১ নম্বরের জন্য এমবিবিএস পড়ার সুযোগ হাতছাড়া হলেও থেমে যাননি আরাফাত। দুর্বলতাকে শক্তিতে পরিণত করে, কঠোর পরিশ্রম আর দৃঢ় মনোবলের মাধ্যমে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮২৫তম স্থান অর্জন করেন তিনি। এবার তার গন্তব্য - শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচার বিভাগ।
স্কুল ও কলেজে পড়াশোনার পাশাপাশি বাবার আখের রসের দোকানে কাজ করতেও দেখা গেছে তাকে। অবসর সময়ে দোকানের কাজে বাবাকে সাহায্য করাই ছিল তার দৈনন্দিন জীবনের একটি অংশ।
আরাফাত হোসেন আজ শুধু নিজের পরিবারের নয়, সমগ্র ধোপাদি গ্রামের গর্ব। তার এই সাফল্য প্রমাণ করে দিয়েছে—ইচ্ছা শক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো প্রতিকূলতাকেই জয় করা সম্ভব।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.