মেডিকেল ডেস্ক
আন্তর্জাতিক মেডিকেল শিক্ষার সঙ্গে মিল রেখে দেশের মেডিকেল শিক্ষাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। দাবি জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনা না করে মেডিকেল কলেজগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিও জানিয়েছেন তারা।
[caption id="attachment_223" align="alignnone" width="300"] ছবি: সংগৃহীত[/caption]
বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে শহীদ ডা. শামসুল আলম খান সভাকক্ষে ‘রোড ম্যাপ অব ফিউচার হেলথ সিস্টেম অব বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এসব দাবি জানান। চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশের (ইউমব) এই সভার আয়োজন করে।
[caption id="attachment_224" align="alignnone" width="300"] ছবি: মেডিকেল ডেস্ক[/caption]
অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মেডিকেল শিক্ষার সঙ্গে মিল রেখে দেশের মেডিকেল শিক্ষা ঢেলে সাজানোর পরামর্শ দেন। একই সঙ্গে প্রশ্নফাঁস রোধে কার্যকর পদক্ষেপ চান তারা। বলেন, মানহীন মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। এ ছাড়া মুখস্থ নির্ভরতা কমিয়ে ক্লিনিক্যাল বিষয়ে গুরুত্বরোপ করতে হবে।
[caption id="attachment_225" align="alignnone" width="300"] ছবি: মেডিকেল ডেস্ক[/caption]
একই সঙ্গে মেডিকেল ভর্তি পরীক্ষা রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। বেসরকারি বর্ধিত ফি নেওয়ার সংস্কৃতিও বন্ধের আহ্বান জানান।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.