সাহামিনা আক্তার দিতি
জাবি প্রতিনিধি
১৪ ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস অর্থাৎ ভ্যালেন্টাইনস্ ডে। কিন্তু এই ভালোবাসার দিনেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (১৪ই ফেব্রুয়ারি) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় রবীন্দ্র চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বটতলা দিয়ে শহিদ মিনারের পাশ দিয়ে ছাত্রীদের হল (উত্তরপাড়া) ঘুরে ট্রান্সপোর্ট চত্বরে এসে শেষ হয়।
এ সময় “তুমি কে আমি কে- প্রেম বঞ্চিত প্রেম বঞ্চিত, আমরা কেন বঞ্চিত- জবাব চাই জবাব চাই, প্রেমের নামে নষ্টামি- চলবে না চলবে না, কাপলদের দুই গালে- জুতা মার তালে তালে, কাপলদের আস্তানা- ভেঙে দাও গুড়িয়ে দাও, কাপলদের চার হাত- ভেঙে দাও গুড়িয়ে দাও” সহ বিভিন্ন স্লোগান দেয় তারা।
জাবি প্রেম বঞ্চিত সংঘের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী শাশ্বত প্রামানিক বাবাই বলেন, “১৪ ফ্রেব্রুয়ারি ভালোবাসা দিবসের নামে আমাদের সিঙ্গেলদের সাথে ছলনা করা হচ্ছে। আমরা যারা ক্যাম্পাসে প্রেম করি না তারা বঞ্চনার শিকার কিন্তু আমাদের কথা কেউ বুঝে না। এখানে এক প্রেমিক একাধিক প্রেম করে। এতে আমার আরেক ভাই বঞ্চিত হচ্ছে। আমরা আজ এসেছি আমার ঐসব সিঙ্গেল ভাইদের অধিকার নিয়ে।”
এছাড়াও তাদের এক দফা এক দাবি হলো- একজন প্রেমিক একটাই প্রেম করুক, সবাই প্রেম করুক এবং প্রেম দিয়ে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভরিয়ে দিতে চাই।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.