মেহেদী হাসান সুমন
বেনাপোল প্রতিনিধি
সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে পদযাত্রা শুরু করে চেকপোষ্ট গিয়ে সমাবেশ করে ছাত্ররা। এ সময় বিজেপি নেতা শুভেন্দুর বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন ছাত্ররা।
বাংলাদেশের অভ্যন্তরীন বিষয় নিয়ে ভারতীয় প্রপোগাণ্ডা, উগ্রবাদী আচারণ ও মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলে সার্বভৌমত্বের পদযাত্রা ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ।
সমাবেশে বক্তরা বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বদাই সার্বভৌমত্ব বজায় রয়েছে। কিন্তু ভারতীয় মিডিয়াসহ কিছু মানুষ নানাভাবে মিথ্যাচার করে দুদেশের সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশের হিন্দু-মুসলিম,বৌদ্ধ-খিস্টান সকলে ভাই ভাই। আমরা সকলে ঐক্যবদ্ধ আছি। এখানে অমুসলিমদের নিরাপত্তা দেয় মুসলিমরা এবং মুসলিমদের নিরাপত্তা দেয়া অমুসলিমরা। তাই কোনো উস্কানিতেই দুই দেশের সম্পর্কের ফাটল ধরানো যাবে না।
পদযাত্রায় নেতৃত্ব দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তিসহ প্রমুখ নেতারা।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.