বিপ্লব সরকার, টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলস্থ কালিহাতী আর. এস. পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২৩শে আগস্ট সূচনা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ আয়োজন করা হয়।
উক্ত টুর্নামেন্টে গোপালপুর উপজেলা ইউনিয়ন বনাম গোয়ালাবাড়ি ইউনিয়ন পরিষদের এক সুন্দর ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত টুর্নামেন্টে প্রধান পৃষ্ঠ পোষক বাদলুর রহমান খান বাদল, মালয়েশিয়া বিএনপি সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সুলতান মাহমুদ সুলতান।
উক্ত খেলাটি ২–২ গোলে ড্র হয়। পরে ট্রাই-ব্রেকারে ৪–৫ গোলে গোপালপুর জয়লাভ করেন। হাজার হাজার ফুটবল প্রেমীরা সেই খেলাটি উপভোগ করেন। কালিহাতি আর এস এ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ কানায় কানায় ভরে যায় দর্শনার্থীদের ভিড়ে।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.