খান আহমেদ ইফতেখার
মেডিকেল ডেস্ক
এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ নামের পূর্বে ‘ডাক্তার’ পদবী লিখতে পারবে না এবং হাইকোর্ট থেকে ডাক্তার পদবী ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে আজ শনিবার (৮ মার্চ) সকাল থেকে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করেছেন দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা।
রাজধানীসহ দেশের বিভিন্ন মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থীরা ও ইন্টার্ন চিকিৎসকেরা বিক্ষোভ মিছিল করেন এবং নিজ নিজ ক্যাম্পাসে অবস্থান কর্মসূচি পালন করেন।
তারই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরস্থ ডেলটা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়।
একই দাবিতে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। শুক্রবার (৭ মার্চ) ন্যাশনাল স্টিয়ারিং কমিটি পাইওনিয়ারস অব ফাইভ পয়েন্টস এর কেন্দ্রীয় ঘোষণায় এই কর্মসূচির কথা জানানো হয়।
কেন্দ্রীয় ঘোষণায় বলা হয়, বাংলাদেশের সকল মেডিকেল ও ডেন্টাল কলেজের শিক্ষার্থী, চিকিৎসক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৮ ও ৯ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মেডিকেল শিক্ষার্থীদের আংশিক ক্লাস ও পরীক্ষা বর্জন। এই সময়ে ইন্টার্ন চিকিৎসকদের আংশিক কর্মবিরতি।
১০ ও ১১ মার্চ সকাল ১১টা থেকে দুপুর ৩টা পর্যন্ত মেডিকেল শিক্ষার্থীদের পূর্ণাঙ্গ ক্লাস ও পরীক্ষা বর্জন। এই সময়ে ইন্টার্ন চিকিৎসকদের পূর্ণাঙ্গ কর্মবিরতি।
সম্পাদক: আবু সাইদ মোহাম্মদ আখতার হোসেন খান
০১৭২৬-৭৬৩০৩২(সম্পাদক), ০১৭৯২-০৫৯৪৪৬(ব্যবস্থাপনা পরিচালক), ০১৯৩৮-৪৩৬৫২৬(নির্বাহী সম্পাদক)
Copyright © 2025 গাঙচিল নিউজ. All rights reserved.