1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বুধবার, ২৭ অগাস্ট ২০২৫, ০২:৩৫ অপরাহ্ন

গাঙচিল ঢাকা বিভাগীয় শাখার মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৪৪ বার পঠিত
ছবি: গাঙচিল নিউজ

সাহিত্য ডেস্ক

    গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ঢাকা বিভাগীয় কমিটির আয়োজনে মিরপুরস্থ গাঙচিল ভবনে মাসিক সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কবি তন্ময় হারিস।

    প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদ্মা সেতুর প্রকল্প প্রধান ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজকর্মী এ এন আলিম আহমেদ, ঢাকা ম্যাজিক লন্টনের সাধারণ সম্পাদক কবি লিন্ডা আমিন এবং গাঙচিলের স্থায়ী সদস্য কবি সেরিনা ইসলাম।

    সাহিত্যের উপর সার্বিক আলোচনা করেন বিশিষ্ট সাহিত্য সমালোচক কবি মোহাম্মদ মনিরুজ্জামান।

    অনুষ্ঠানে আলোচনা কবিতা ও গান পরিবেশনে অংশগ্রহণ করেন গাঙচিলের আজীবন সদস্য বজলুল করিম, কবি লাবনী আক্তার খুশি, শিশু শিল্পী মোহাম্মদ আলীফ, শিশু শিল্পী নুসরাত, কবি লীলা ছেরাও, কবি মুহাম্মদ সফিউল্লাহ, কবি সুমাইয়া আকতার, গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ ঢাকা বিভাগীয় শাখার সাংগঠনিক সম্পাদক কবি মুক্তি আল মাহমুদ খান, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ছড়াকার গোলাম কুদ্দুস চঞ্চল, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সহ সভাপতি কবি ফরিদা ইয়াসমিন,গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার সাংগঠনিক সম্পাদক কবি শেখ আব্দুল মনির, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার অর্থ সম্পাদক কবি কাজী হেমায়েত হোসেন, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ ঢাকা মহানগর উত্তর শাখার আবৃত্তি সম্পাদক কবি শোভা চৌধুরী, কবি মোহাম্মদ আতিকুর রহমান, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ মিরপুর শাখার সাধারণ সম্পাদক কবি মতিয়ারা চৌধুরী মিনু প্রমুখ।

    সার্বিক অনুষ্ঠান পরিচালনা করেন গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদ ঢাকা বিভাগীয় শাখার সাধারণ সম্পাদক কবি সাজেদা ডুলু। গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ খান আখতার হোসেন সাংগঠনিক বক্তব্য রাখেন।

    এই ক্যাটাগরির আরও খবর

    © স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

    Theme Customized By Shakil IT Park