1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ন

জাবিতে ছাত্রদলের উদ্যোগে ফ্রী হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু

  • প্রকাশের সময় : রবিবার, ১১ মে, ২০২৫
  • ১০০ বার পঠিত
ছবি: সংগৃহীত

মো. আশিকুর রহমান, সাভার প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ও ডক্টরস্ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর সহযোগিতায় সাধারণ শিক্ষার্থীদের বিনামূল্যে হেপাটাইটিস-বি ভ্যাকসিনেশন প্রোগ্রামের কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১০ মে) সকাল ১০টায় ভ্যাকসিনেশন কার্যক্রমের অংশ হিসেবে ব্লাড স্যাম্পল স্ক্রিনিং কার্যক্রম শুরু হয়।

এ কর্মসূচির আওতায় থাকছে উন্নত মানের টেস্ট কিট দিয়ে ফ্রি হেপাটাইটিস বি স্ক্রিনিং, ফ্রি হেপাটাইটিস ‘বি’ ভ্যাকসিন প্রদান। ইতোমধ্যে গত ৮ মে থেকে টিকা কার্যক্রমের জন্য নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে। যা চলবে চলতি মাসের ২১ তারিখ পর্যন্ত।

নিবন্ধিত শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও স্ক্রিনিং কার্যক্রম চলবে ১০ মে থেকে ২১ মে পর্যন্ত। এ ছাড়া ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হবে ১৪ মে থেকে ২২ মে ২০২৫ এর মধ্যে। পরবর্তী দুই ডোজ প্রথম ডোজের এক মাস পর পর দেওয়া হবে।

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর গাঙচিল নিউজ কে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের তত্বাবধানে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ব্যবস্থাপনায় আজ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের জন্য হেপাটাইটিস বি ভেকসিনেশন প্রোগ্রাম শুরু হয়েছে, গতকাল থেকে স্কেনিং শুরু হয়েছে, আগামী ১৪ মে থেকে ভেকসিন দেওয়া শুরু হবে, আগামী ২২ মে পর্যন্ত প্রথম ডোজের কর্যক্রম চলবে, এই ভেকসিনেশন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি কাজ করছি, আমরা আশা করি শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে হেপাটাইটিস বি ভেকসিন গ্রহন করবে এবং নিজেদের হেপাটাইটিস রোগের হাত থেকে নিজেদের সুরক্ষা করবেন।”

জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিক গাঙচিল নিউজ কে বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে শিক্ষার্থীদের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।সকল শিক্ষার্থীদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন কার্যক্রম শুরু করা হয়েছে।এভাবে ছাত্রদল তাদের শিক্ষার্থী বান্ধব কাজের মধ্যে দিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে বিচরণ করবে।”

এছাড়াও জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের শিক্ষার্থী সাইদুর রহমান সীমান্ত গাঙচিল নিউজকে জানান, “বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এমন জনকল্যাণমূলক কর্মসূচি শিক্ষাঙ্গনে স্বাস্থ্য সচেতনতা বাড়াবে এবং রাজনৈতিক কর্মকাণ্ডের ইতিবাচক দিক তুলে ধরবে। আমি আশা করি, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং আশা করি, অন্যান্য ছাত্রসংগঠনও এ ধরনের গঠনমূলক কাজে এগিয়ে আসবে।”

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park