নিজস্ব রিপোর্টার
নওয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার (২৫/০৪/২৫) বিকাল ৪ টায় নওয়াপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রাক্তন শিক্ষার্থী ও সদস্য সচিব মোঃ রুবেল হাসান রাজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, প্রাক্তন শিক্ষার্থী কামরুজ্জামান ভুট্টো। এসভায় বক্তব্য রাখেন, প্রাক্তন শিক্ষার্থী মোঃ জুবায়ের হোসেন,নজরুল ইসলাম, মোস্তফা কামাল,আতিয়ার রহমান বাবু, মিঠু, ফিরোজ মোল্লা, আমিনুর রহমান মোল্লা, মাসুদ মল্লিক, আসাদুজ্জামান সাগর, জহিরুলইসলাম, ইমরান, তৌহিদ, রবিউল ইসলাম, আলামিন প্রমূখ।
উল্লেখ্য যে আসন্ন পবিত্র ঈদুল আজহার তৃতীয় দিন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে পুনর্মিলনী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে নানা- বিষয়ে আলোচনা করা হয়। সভা শেষে অর্থ কমিটির সাথে আনুষ্ঠানিকতা সফল করতে যোগাযোগ রাখার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়।