1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ০৪ মে ২০২৫, ০১:২২ অপরাহ্ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের ফোরাম ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ৬৭ বার পঠিত
ছবি: আশরাফুল আলম

আশরাফুল আলম
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি (জাককানইবি)

বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেকসপিয়ারের ৪৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিতর্ক সংগঠন ‘ফোরাম’ এর উদ্যোগে আয়োজিত “ইন্টার ক্লাব ডিবেট কম্পিটিশন সিজন-১” এর চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) আয়োজিত ফাইনাল পর্বে ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের ‘টিম ম্যাকবেথ’ চ্যাম্পিয়ন হয় এবং অর্থনীতি বিভাগের ‘টিম মাইক্রো ইকোনোমিক্স’ রানার্স আপ হয়। একইসঙ্গে ‘টিম ম্যাকবেথ’-এর আবদুল্লাহ ইশরাক লাবিব অর্জন করেন ‘ডিবেটার অব দ্য টুর্নামেন্ট’ এবং ‘ডিবেটার অব দ্য ফাইনাল’ খেতাব।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোহাম্মদ বখতিয়ার উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং ফোরাম ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক রায়হানা আক্তার।

বিচারকের দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মাহিদুল ইসলাম মাহিম, দর্শন বিভাগের প্রভাষক শায়লা ইসলাম নিপা এবং ইতিহাস বিভাগের প্রভাষক জিল্লাল হোসেন সৌরভ। এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক আবীর হোসেন।

চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের মাঝে ট্রফি, মেডেল ও সার্টিফিকেট প্রদান করে প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।

উল্লেখ্য, ২৬ এপ্রিল ট্যাব রাউন্ডের মাধ্যমে প্রতিযোগিতার আনুষ্ঠানিকতা শুরু হয়, যেখানে বিশ্ববিদ্যালয়ের ১০টি বিভাগের ক্লাব অংশ নেয়। অংশগ্রহণকারী বিভাগগুলো হলো: অর্থনীতি, পপুলেশন সাইন্স, ফোকলোর, ইতিহাস, ব্যবস্থাপনা, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আইন ও বিচার বিভাগ, নৃবিজ্ঞান, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন (LGUD) এবং ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ। তিনটি ট্যাব রাউন্ড ও সেমিফাইনাল শেষে ফাইনালে পৌঁছায় ‘টিম ম্যাকবেথ’ এবং ‘টিম মাইক্রো ইকোনোমিক্স’।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park