1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ০৪ মে ২০২৫, ০১:২০ অপরাহ্ন

বাগেরহাটে বাসাবাটি স্কুলে গাঙচিলের সাহিত্য আড্ডা

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৫৫০ বার পঠিত
ছবি: শওকত হোসেন
ছবি: শওকত হোসেন

শওকত হোসেন

স্টাফ রিপোর্টার (বাগেরহাট) 

বাগেরহাটে গাঙচিল বাসাবাটি স্কুল শাখার উদ্যোগে বুধবার(২৭ নভেম্বর) বিকেলে স্কুল মিলনায়তনে স্কুল শাখার সভাপতি মোসাঃখুরশিদা রহমান জুঁইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশীষ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় ও সাহিত্য আড্ডায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ বাগেরহাট জেলা শাখার সভাপতি সৈয়দ শওকত হোসেন।

 

উক্ত অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিতুর রহমান সহ-সভাপতি আরিফুল ইসলাম আকিঞ্জি, সমাজ কল্যাণ সম্পাদক হেনা চৌধুরী, গ্রন্থকার সম্পাদক ফাতিমা আক্তার ,সদর উপজেলা শাখা গাঙচিলের সভাপতি মোঃ ইকবাল হোসেন লাভলু, জেলা শাখার নির্বাহী সদস্য শারমিন কাজল, গাঙচিলের স্কুল শাখার সহ সভাপতি নাহিদা সুলতানা, সদস্য অবন্তী রহমান প্রমুখ

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park