1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ০৪ মে ২০২৫, ০১:২৪ অপরাহ্ন

বাগেরহাট পৌরসভার রাস্তা দ্রুত সংস্কার ও প্রকৌশলী রিজভীর অপসারনের দাবীতে মানববন্ধন

  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫
  • ১১ বার পঠিত
ছবি: শওকত হোসেন

শওকত হোসেন
স্টাফ রিপোর্টার (বাগেরহাট)

‎বাগেরহাট পৌরসভার রাস্তাঘাটগুলি বৃষ্টির আগে দ্রুত সংস্কারের দাবী ও পৌরসভার সহকারী প্রকৌশলী টিএম রেজওয়ানুল হক রিজভীর অপসারনের দাবীতে মানববন্ধন করেছে পৌরবাসী।

‎শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে শহরের দশানী ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এর সামনে জেলা বিএনপি নেতা খান মনিরুল ইসলাম মনির নেতৃত্বে এলাকার শতশত মানুষ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, বিগত সরকার এর সময় বাগেরহাটের কোন রাস্তাঘাটের উন্নয়ন হয়নি। রাস্তা সংস্কার এর নামে হরিলুট চলেছে। পৌরসভার সাবেক দুর্নীতিবাজ মেয়র খান হাবিবুর রহমান ও অসাধু সহকারী প্রকৌশলী টিএম রেজানুল হক রিজভী লক্ষ লক্ষ টাকা লুটপাট করেছে। দুর্নীতির দায়ে মেয়র পলাতক থাকলেও প্রকৌশলী রিজভী এখনো পৌরসভায় বহাল তবিয়তে অপকর্ম চালিয়ে যাচ্ছে। মানববন্ধন থেকে অবিলম্বে পৌরসভার দায়িত্ব থেকে রিজভীর অপসারণ দাবি করা হয়।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান রাসেল ,কৃষকদলের আহ্বায়ক আছাফুর দ্দৌলা জুয়েল, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, এস কে বদরুল আলম, রায়হান জোয়ার্দার, শাহেদ সোমি বাদশাহ, মাসুম বিল্লাহ, সুমন পাইক সহ স্থানীয় পৌরবাসী।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park