1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

যশোরের মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র কমিটির নির্বাচন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
ছবি: সংগৃহীত

মীর মনিরুজ্জামান সোহাগ
নিজস্ব প্রতিনিধি


দীর্ঘ প্রায় চব্বিশ বছর পর গঠিত হতে যাচ্ছে ইউনিয়ন বিএনপি’র কমিটি, ফলে স্থানীয় বিএনপি’র নেতা কর্মিদের মাঝে দেখা দিয়েছে আলাদা এক আনন্দ। ঈদের আনন্দের মতো করে মেতে উঠেছে মনিরামপুর উপজেলার দূর্বাডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র নেতা কর্মীরা। আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে ইউনিয়ন বিএনপির কমিটি নির্বাচন।

এই কমিটি নির্বাচনে মোট ৪০৮ জন ভোটার তাদের মুল্যবান ভোট প্রদানের মাধ্যমে ইউনিয়ন বিএনপি’র নেতা নির্বাচন করবেন, বিভিন্ন দলিয় সূত্রে জানা যায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি পদে আলতাফ হোসেনের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।অন্য দিকে সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এই দুই পদে ৪০৮ ভোটারের ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন।

সাধারণ সম্পাদক পদে, মোঃ মহাতাপ, ও মোঃ আসাদুজ্জামান খোকন লড়বেন আর সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ফারুক হোসাইন ও মোঃ সিরাজুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এই নির্বাচনে জরে সরে প্রচার প্রচারণা চালিয়ে বেড়াচ্ছে প্রার্থীরা শীতের সকলকে উপেক্ষা করে প্রার্থীরা সকাল থেকে রাত্রি পর্যন্ত ছুটে বেড়াচ্ছে ভোটারদের বাড়ি বাড়ি। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ভোটাররা জানান এই ইউনিয়ন নির্বাচনে মোঃ ফারুক হোসেন একজন চৌকাশ ও পারফেক্ট প্রার্থী সে যেমন জন দরদী সুশিক্ষায় শিক্ষিত মিষ্টভাষী সাংগঠনিক মনা মানুষ মোঃ ফারুক হোসেন, বেশির ভাগ ভোটার মনে করেন এবারের ইউনিয়ন বিএনপি’র কমিটির নির্বাচনে মোঃ ফারুক হোসেনই যোগ্য প্রার্থী।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park