1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন

কবিতা-১ || দাবীতে উত্তাল, পেতেছি বুক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ৪৪৬ বার পঠিত

দাবীতে উত্তাল, পেতেছি বুক

অধ্যক্ষ খান আখতার হোসেন

মনে কি পড়ে হিরুদা-
অন্যায়ের বিরুদ্ধে গর্জে ওঠেন নূরুলদীন, ‘জাগো বাহে, কোনঠে সবে’

আশির দশকে সর্বত্র গণরোষ
গণতন্ত্রের চক্রযানে দেলোয়ার,
ফ্যাসিবাদীর বিরুদ্ধে ডাঃ মিলনের আত্মত্যাগ।

পথে পথে
ঘাটে ঘাটে
ছুটে চলে তপ্ত বায়ু

নূর হোসেনের শরীরজুড়ে
‘স্বৈরাচার নিপাত যাক
গণতন্ত্র মুক্তি পাক…’
রক্তাক্ত হয় জিরো পয়েন্ট

মনে কি পড়ে হিরুদা-
৯০ দশক থেকে উত্তাল দিনের কথা?
আজও রাজপথ কাঁদে রক্ত জবা দেখে…
গুপ্ত হত্যা, গুম, ধর্ষণ, খুন, অনৈতিক বানিজ্যে ভরে ওঠে দেশের সর্বত্র।

এলো চব্বিশ। অন্যায়ের বিরুদ্ধে জেগে ওঠে দেশ
রক্তাক্ত হয় শান্ত ভূখণ্ড
রাজপথে অ-নে-ক প্রাণ।

হঠাৎ এলো আবু সাইদ।
বুকে তাঁর অনেক জ্বালা- দূর্ণীতির জ্বালা,
বৈষম্যের জ্বালা, অনিয়মের জ্বালা…

দাবীতে উত্তাল
পেতেছি বুক…
বল বীর, চির উন্নত মম শির।

আকাশে বাতাসে অনুভূতিতে চারদিকে
একই সুর, একই ধ্বনি, একই তেজস্বীস্বর।

এ যেন-
বৃটিশ বিরোধী ক্ষুদিরাম
ভাষা আন্দোলনের রফিক
গণঅভ্যুত্থানের আসাদ
এবং
নব প্রজন্মের সূর্য রশ্মি।

হিরুদা, চেয়ে দেখ নীলাকাশে-
ওরা আসে বারবার
এক এক রূপে…

(৫/৮/২৪ _ খুলনা)

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park