1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

যশোর উকিল বারের নির্বাচন অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৩৯০ বার পঠিত
ছবি: মনিরুজ্জামান সোহাগ

মনিরুজ্জামান সোহাগ

নিজস্ব প্রতিনিধি, যশোর 

যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। সমিতির ১৩টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ নয়টি পদই তারা দখলে নিয়েছে। যা বারের ইতিহাসে রেকর্ড।
নির্বাচনে জামাতপন্থী ল’ইয়ার্স কাউন্সিলের দুজন ও গণতান্ত্রিক আইনজীবী ফ্রন্টের একজন ও স্বতন্ত্র একজন নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার ইসমত হাসার ফলাফল ঘোষণা করেন।

শনিবারের নির্বাচনে বিপুল ভোটে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন আবু মোর্ত্তজা ছোট। তিনি পেয়েছেন সর্বোচ্চ ৩৬৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের খোন্দকার মোয়াজ্জেম হোসেন মুকুল পেয়েছেন ১৪৩ ভোট। সাধারণ সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর ২২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এপদে অপর তিন প্রার্থী জামায়াতে ইসলামি সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের আ ক ম মনিরুল ইসলাম ১১২ ভোট, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের খালেদ হাসান জিউস ৫৬ ভোট ও হাদিউজ্জামান সোহাগ ১২১ ভোট পেয়েছেন।

এদিকে, নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই আইনজীবীরা হাজির হন সমিতি চত্বরে। এবারও নির্বাচন উপলক্ষে জেলা আইনজীবী সমিতির সামনের চত্বরে প্রার্থীদের পক্ষে টেন্ট বসানো হয়। বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন। এক পর্যায়ে নির্বাচন উৎসবে রূপ নেয়।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতৃবৃন্দ বলেছেন, এবারের নির্বাচনে একাট্টা হওয়ার কারণে ফোরামের রেকর্ড গড়া জয় হয়েছে। যা অব্যাহত থাকার আহ্বান জানিয়েছেন সকলেই।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park