1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

বাগেরহাটে ভূমিদস্যু ও দুর্নীতিবাজ শেখ তকদীর বাবুর বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পঠিত
ছবি: শওকত হোসেন

শওকত হোসেন

স্টাফ রিপোর্টার (বাগেরহাট)

বাগেরহাটে ভূমিদস্যুর অত্যাচার নির্যাতন থেকে রক্ষা পেতে সংবাদ সম্মেলন করেছেন শেখ ফয়সাল উর রহমান স্বপন নামে এক ভুক্তভোগী। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ তকদীর হোসেন বাবুর নামে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন তিনি।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভূক্তভোগী ফয়সাল উর রহমান স্বপন অভিযোগ করে বলেন, আমি বাগেরহাট শহরের মিঠাপুকুর পাড়ে অবস্থিত ডা. সৈয়দ সাখাওয়াত হোসেন ওয়াকফ এস্টেটের যুগ্ম মোতওয়াল্লী হিসেবে কাজ করছি। এমতাবস্থায় এস্টেটের দ্বিতীয় মোতওয়াল্লী মিজানুর রহমান দীর্ঘদিন অসুস্থ থেকে মারা যান। মারা যাওয়ার আগে গত ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি আমাকে এস্টেটের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্ব দেন। কিন্তু আমি নিয়োগপ্রাপ্ত হওয়ার পর গত ২০২৪ সালের ৫আগষ্ট থেকে কোনভাবেই এস্টেটের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছি না।

দুর্নীতির দায়ে অপসারিত অত্র এস্টেটের প্রয়াত অপর এক মোতওয়াল্লী খন্দকার আছাদুর রহমান এবং এস্টেটের অপর বৃত্তিভোগী ওয়ারিশ ভূমিদস্যু হিসেবে খ্যাত ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর তকদীর হোসেন বাবু বাগেরহাটের সাবেক এমপি শেখ তন্ময় ও খুলনা মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলামের প্রত্যক্ষ হস্তক্ষেপে আমাকে এস্টেটের কাজ করতে পদে পদে বাধা দেওয়ার পাশাপাশি ভয়ভিতি প্রদর্শন ও জীবননাশের হুমকি দিচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, শেখ তকদীর হোসেন বাবু অর্থের বিনিময়ে প্রভাব খাটিয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় আমাকে এস্টেট পরিচালনায় নানাভাবে বাধা দিচ্ছে। এমনকি আমাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলহাজতে পাঠানোর পাশাপাশি আর্থিক ক্ষতি ও শারীরিকভাবে হয়রানি করছেন। এমতাবস্থায় তকদীর হোসেন বাবুর বিরুদ্ধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমি সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছি।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park