1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ১৯ মে ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

খুলনা গাঙচিলের বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

  • প্রকাশের সময় : শনিবার, ১০ মে, ২০২৫
  • ৮৫ বার পঠিত
ছবি: খান আখতার হোসেন

খান আখতার হোসেন
সাহিত্য ডেস্ক

গতকাল সন্ধ্যায় খুলনা সোনাডাঙাস্থ ক্লাসিক সঙ্গীত একাডেমি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিন উপলক্ষে এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন গাঙচিল খুলনা বিভাগীয় সভাপতি সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ হানিফ মল্লিক।

আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমেরিকা প্রবাসী ও আমেরিকা গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ শাখার সহ-সভাপতি আঃ রাজ্জাক মদিনাবাদী। সম্মানিত অতিথি ছিলেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় শাখার যুগ্ম সম্পাদক কবি শাহজাহান মুরাদ, খান আখতার হোসেন, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় শাখার সিনিয়র সহ সভাপতি সোনালী ব্যাংকের সহকারী মহা ব্যবস্থাপক মোঠো কবি মফিদুল ইসলাম, গাঙচিল খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক কবি মনিরুজ্জামান লাবলু, গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় শাখার অর্থসম্পাদক এম এম হাসান, ক্লাসিক সঙ্গীত একাডেমির পরিচালক আজিজুর রহমান লুনা।

ক্লাসিক সঙ্গীত একাডেমির সহযোগিতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বেতার শিল্পী অসীম কুমার নীলমনি।

অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আরাধ্য মণ্ডল (কবিতাঃ সোনার তরী), আজিজুর রহমান ( মায়াবনা বিহারি হরিণী), হিতৈষী (এদিন আজি কোন ঘরেতে), হ্যাপী ( আমারাও পরাণে যাহা চায়), অবুণী (বেল ফুল এনে দাও), আরাধ্য ( জাগরণে যাই বিভাভরি), শুধাংসু ( ভেঙে মোর ঘরের চাবি) সহ আরও অনেকে।

বেতার শিল্পী অসীম কুমার নীলমনি দরাজ কন্ঠে পরিবেশিত রবীন্দ্র সংগীত সকলকে মুগ্ধ করে। এবং গাঙচিলের খুলনা বিভাগীয় কমিটির সভাপতি ড. হানিফ মল্লিকের গাওয়া রবীন্দ্র সংগীত সকলকে মুগ্ধ করে।

উল্লেখ্য, সারাদেশে গাঙচিলের বিভিন্ন শাখায় রবীন্দ্র জয়ন্তী পালন করা হয়।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park