শওকত হোসেন, স্টাফ রিপোর্টার (বাগেরহাট)
বাগেরহাটে গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথের ১৬৪ তম জন্মদিন উপলক্ষে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়েছে।
আজ রবিবার (১১ই মে) সন্ধ্যায় গাঙচিল সাহিত্য-সংস্কৃতি পরিষদের বাগেরহাট জেলা শাখার কার্যালয় রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হয়।
গাঙচিল বাগেরহাট জেলা শাখার সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক সৈয়দ শওকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ মহিতুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দা তৈফুন নাহার, গাঙচিল সদর উপজেলা শাখার সভাপতি কবি শেখ ইকবাল হোসেন লাভলু সহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে বিশেষ আলোচনা করা হয় ও কবিগুরু রবীন্দ্রনাথের স্মরচিত কবিতা পাঠ এবং রবীন্দ্র সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
উল্লেখ্য ‘গাঙচিল’ একটি আন্তর্জাতিক পর্যায়ের সাহিত্য-সংস্কৃতি সংগঠন। যার রয়েছে সুবিশাল একটি লেখক, পাঠক, সমর্থক গোষ্ঠী। শুধু বাংলাদেশেই রয়েছে এই সংগঠনের প্রায় শতাধিক সক্রিয় শাখা। গাঙচিল সাধারণত কাজ করে থাকে তৃণমূল পর্যায়ের কবি, লেখক, সাহিত্যিক দের নিয়ে।