সাহামিনা দিতি, জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে টয়লেটের ফলস্ সিলিং থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (পাইপগান) উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ৯ টায় হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু টয়লেটের ফলস সিলিং পরিষ্কার করার সময় অস্ত্রটি দেখতে পান।
জানা যায়, হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ২২৬ নম্বর কক্ষ সংলগ্ন টয়লেটের ফলস সিলিংয়ের ওপর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী শ্রী সুজন বাবু বলেন, “দৈনন্দিন কাজের মতো আজও আমি আমার কর্তব্যরত সুইপিং কাজ শুরু করি। হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ওয়াশরুমে সুইপিং করার সময় ফলস সিলিংয়ের ওপর থেকে লাঠি-ঝাড়ু বের করতে গিয়ে সঙ্গে একটি কাঠের বাটযুক্ত পুরাতন আগ্নেয়াস্ত্রও বের হয়ে আসে। আমি সঙ্গে সঙ্গে বিষয়টি হল অফিসকে অবহিত করি।”
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস ও নিরাপত্তা কর্মকর্তা এর পাশাপাশি আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। পরে পুলিশ আগ্নেয়াস্ত্রটি জব্দ করে নিয়ে যায়। আশুলিয়া থানার এসআই মাহমুদুল সাংবাদিকদের বলেন, “উদ্ধারকৃত অস্ত্রটি দেশীয়ভাবে তৈরি পুরাতন পাইপগান। এটি কাঠের বাটযুক্ত এবং দৈর্ঘ্যে প্রায় ২৩ ইঞ্চি।”
এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম গণমাধ্যমকর্মীদের জানান, “বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”