বিনোদন ডেস্ক, গাঙচিল নিউজ
জাদু বা ম্যাজিক পছন্দ করেনা এমন মানুষ খুজে পাওয়া কঠিন। তাইতো এই জাদুশিল্পকে টিকিয়ে রাখতে ও ঐক্যবদ্ধ করতে “জাদু শিল্পের উন্নয়নে আমরা সবাই এক”- এই প্রতিপাদ্য নিয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান। দেশের নানা প্রান্ত থেকে আসা খ্যাতিমান ও উদীয়মান জাদুশিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণে মুখরিত হয়ে উঠেছিল রাজধানীর শিল্পকলা একাডেমির কনফারেন্স হল।
অনুষ্ঠানটি ছিল শুধুই আনন্দের উপলক্ষ নয়, বরং জাদুশিল্পের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে এক আন্তরিক আলোচনার প্ল্যাটফর্মও বটে। এতে অংশগ্রহণ করেন দেশ নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ্, বাসেদ মাহমুদ, এ কে আজাদ, বদিউজ্জামান, স্বপন দিনার, বিদেশ অধিকারী, সাদাত মামুন, সোহাগ খান, রাজ রানীসহ আরও অনেক বরেণ্য, তরুণ ও নবীন জাদুশিল্পী।
অনুষ্ঠানের জাদুশিল্পী ঐক্য কল্যাণ সংস্থা ও জাদুশিল্পী পরিষদের সভাপতি নন্দিত জাদুশিল্পী শাহীন শাহ্ বলেন,“জাদু শুধু বিনোদন নয়, এটি একটি সাংস্কৃতিক উত্তরাধিকার। আমরা সবাই মিলে এর উন্নয়নে এগিয়ে যেতে চাই। তরুণদের মাঝে জাদু নিয়ে আগ্রহ তৈরি করতে হবে।”
বাসেদ মাহমুদ তার বক্তব্যে জাদুশিল্পীদের সংগঠিত হওয়ার ওপর গুরুত্ব দিয়ে বলেন, “জাদু শিল্পের পেশাদারিত্ব ও সামাজিক স্বীকৃতি বাড়াতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পূর্ণমিলনী শুধু মিলনের উপলক্ষ নয়, এটি আমাদের অঙ্গীকারের মঞ্চ।”
অনুষ্ঠানে জাদু প্রদর্শনী ছাড়াও ছিল শিল্পীদের স্বতঃস্ফূর্ত মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময়, এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা। তরুণ জাদুশিল্পীরা তাদের মতামতে জানান- দেশে একটি ‘ম্যাজিক স্কুল’ হোক, যেখানে নিয়মিত প্রশিক্ষণ, কর্মশালা এবং গবেষণার সুযোগ থাকবে।
নিউ জেনারেশন মেন্টালিজম ম্যাজিশিয়ান সাদাত মামুন জানান, “অনেকেই এখনও মনে করেন জাদু শুধুই ভেলকি। কিন্তু এর পেছনে রয়েছে কঠোর পরিশ্রম, পরিকল্পনা আর নানাবিধ সামাজিক বার্তা। এই দৃষ্টিভঙ্গি বদলাতে আমাদেরই কাজ করতে হবে।”
পুরো আয়োজন জুড়ে ছিল উচ্ছ্বাস, ভাবনার গভীরতা এবং একটাই বার্তা- জাদু শিল্প কোনো একক মানুষের বিষয় নয়, বরং এটি একটি যৌথ প্রয়াস; একটি সাংস্কৃতিক আন্দোলন।
অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই জাদু শিল্প একদিন দেশের সাংস্কৃতিক গৌরবের অন্যতম স্তম্ভ হয়ে উঠবে।