1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
সোমবার, ০৫ মে ২০২৫, ১২:৩৩ পূর্বাহ্ন

টিউবওয়েল গর্তের পড়ে শিশুর মৃত্যু

  • প্রকাশের সময় : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ৩৮৮ বার পঠিত

মীর মনিরুজ্জামান সোহাগ
বিশেষ প্রতিনিধি (যশোর)

যশোরের ঝিকরগাছায় টিউবয়েল পাড়ের গর্তের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে। জানা গেছে শিশুটির নাম সিয়াম। স্বজনরা রোববার দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মৃত সিয়াম ঝিকরগাছা উপজেলার জয়কৃষ্ণপুর গাজীর দরগাহ গ্রামের শামীম হোসেনের ছেলে।

শিশু সিয়ামের চাচা নাজমুল ইসলাম হাসপাতালে বলেন, শিক্ষকের মা সুমি বেগম রোববার বাড়ির পাশে কল পাড়ে কাজ করছিলাম। এ সময় সিয়াম খেলা করতে করতে পানির গর্তে পড়ে যায়। পরে ভাসছে দেখে তাকে দ্রুত উদ্ধার হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে কর্তব্যরত চিকিৎসক বিচিত্র মল্লিক সিয়াম কে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়েছে।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park