1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

বিশ্বের উন্নত দেশেগুলোর আদলে মেডিকেল শিক্ষাকে সাজানোর দাবি চিকিৎসকদের

  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১০০৮ বার পঠিত
ছবি: মেডিকেল ডেস্ক

মেডিকেল ডেস্ক

আন্তর্জাতিক মেডিকেল শিক্ষার সঙ্গে মিল রেখে দেশের মেডিকেল শিক্ষাকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছেন চিকিৎসকরা। দাবি জানিয়েছেন, রাজনৈতিক বিবেচনা না করে মেডিকেল কলেজগুলোতে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবিও জানিয়েছেন তারা।

ছবি: সংগৃহীত

বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনে শহীদ ডা. শামসুল আলম খান সভাকক্ষে ‘রোড ম্যাপ অব ফিউচার হেলথ সিস্টেম অব বাংলাদেশ’ শীর্ষক এক আলোচনা সভায় তারা এসব দাবি জানান। চিকিৎসক ও চিকিৎসা শিক্ষার্থীদের সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ ইউনাইটেড মেডিকেল অর্গানাইজেশন্স অব বাংলাদেশের (ইউমব) এই সভার আয়োজন করে।

ছবি: মেডিকেল ডেস্ক

অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক মেডিকেল শিক্ষার সঙ্গে মিল রেখে দেশের মেডিকেল শিক্ষা ঢেলে সাজানোর পরামর্শ দেন। একই সঙ্গে প্রশ্নফাঁস রোধে কার্যকর পদক্ষেপ চান তারা। বলেন, মানহীন মেডিকেল কলেজ বন্ধ করতে হবে। এ ছাড়া মুখস্থ নির্ভরতা কমিয়ে ক্লিনিক্যাল বিষয়ে গুরুত্বরোপ করতে হবে।

ছবি: মেডিকেল ডেস্ক

একই সঙ্গে মেডিকেল ভর্তি পরীক্ষা রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার পরামর্শ দেন চিকিৎসকরা। বেসরকারি বর্ধিত ফি নেওয়ার সংস্কৃতিও বন্ধের আহ্বান জানান। 

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park