1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

কবিতা-২ || আমার স্বপ্ন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৫৪৩ বার পঠিত

আমার স্বপ্ন

শেখ আলী আকবার

 

আমার কবিতা আমার স্বপ্ন

আমি আমার কবিতার কাব্য হয়েই রবো।

সারাজীবন কবিতার শব্দার্থে

নিজেকে সাজাবো রঙিন অধ্যায়ে…

 

কবিতার ব্যাকরণে নূতনত্ব দিয়ে সাজাবো পুনর্জনম

কবিতা হয়েই রেখে দিবো ভাষাদের সারিতে।

স্বপ্নের বাতিঘরে প্রজ্বালিত করবো সুখের অনির্বাণ

জলন্ত পাথরকে প্রশান্তির সুখে – চুমুর হিসাবে রাখবো।

 

তুমি আমার কবিতা হয়ে বেঁচে থাকো আ-মরণ

আমি কল্পনার গৃহে তোমাকে স্বর্গের রূপ দেখাবো।

আতঙ্কিত ঘুটঘুটে অন্ধকারের সাধক জীবনের গল্প মুছে দিবো।

তোমাকে আমার কাব্যিক ভূবণের আশীর্বাদে রাখবো।

 

ভালোবাসার একবিংশ শতাব্দীর অন্যতম রূপে রূপান্তরিত করবো

শতসহস্র বাঁধার কংক্রিট চূর্ণবিচূর্ণ করে এগিয়ে নিবো।

তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করবে কবিতার কাব্য

তুমি আমাকে জড়িয়ে অনূভুতির দরদে রেখে, দিয়ো – ঠাঁই।

 

আমি কবিতার কবি হয়েই থেকে যেতে চাই

থাকতে চাই কবিতার শিরোনামের সার্থকতায়।

 

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park