1. gangchil24@gmail.com : gangchil :
  2. gangchilbd@gmail.com : gangchilbd :
  3. testbd@gmail.com : testbd :
রবিবার, ০৪ মে ২০২৫, ০৮:৩০ অপরাহ্ন

তেলিকোনা খাজা শাহ আহমদ আলী (র:) মাজারে ইফতার মাহফিল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার পঠিত
ছবি: এস.পি.সেবু

এস.পি.সেবু
বিশ্বনাথ প্রতিনিধি (সিলেট)

বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের তেলিকোনা হযরত খাজা শাহ্ আহমদ আলী চিশতী (র:) এর ৭৬তম উরুশ মোবারক উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) মাজার প্রাঙ্গণে আগত ভক্ত অনুরাগী বৃন্দ ও এলাকার সর্ব স্তরের জনসাধারণ, পীর, মাশায়েক, সাংবাদিক, সাহিত্যিক, সংস্কৃতিপ্রেমী ও বিভিন্ন পেশার ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিতিতে উক্ত ইফতার মাহফিল সম্পন্ন হয়।

ইফতার পূর্বে মিলাদ পরিচালনা করেন হাফিজ রাজু আহমদ,এবং মোনাজাত পরিচালনা করেন হযরত খাজা শাহ্ আহমদ আলী চিশতী (র:) মাজার এর মোতাওয়াল্লী শাহ্ সিদ্দিকুর রহমান চিশতী।

উপস্থিতি ছিলেন শাহ্ হেলাল মিয়া, সহকারী খাদেম শাহ্ শাহিনুর রহমান, শাহ আমিনুর রহমান, শাহ্ নাঈমুর রহমান, শাহ্ দুলাল মিয়া সহ গ্রামের মুরব্বিয়ান ও ভক্ত আশেকানবৃন্দ।

এই ক্যাটাগরির আরও খবর

© স্বত্ব সংরক্ষিত   © ২০২৪   গাঙচিল নিউজ

Theme Customized By Shakil IT Park